স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী এক যুবকের লাশ পাওয়া গেছে। ভারতের কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার ঝাউকুটি গ্রামে দুধকুমর নদের পশ্চিম তীরে (পিলার নং ৯৯৭) স্থানীয় এলাকাবাসী শনিবার দুপুরে লাশটি দেখতে পায়। পরে তারা ভারতের তিলাই বিএসএফ ক্যাম্পে খবর দেয়। ভারতের তিলাই বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশের ধলডাঙ্গা বিজিবি ক্যাম্পে সংবাদ পাঠালে বিকেল ৩টায় বিজিবি ও বিএসএফ ঘটনা স্থলে পতাকা বৈঠক করে। বিএসএফের পক্ষে নেতুত্বদেয় তিলাই বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার তোপাস পাল বিজিবির পক্ষে নেতুত্ব দেন সুবেদার আলী উর রহমান। লাশ ময়না তদন্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দেয়া হবে বলে বিজিবি জানিয়েছে। এসময় স্থানীয় এলাকাবাসী লাশটি সনাক্ত করে। মৃত যুবকের নাম রনজু মিয়া( ২৮)। সে লালমনিরহাট জেলার সদর ইউনিয়নের কুলাঘাট বেলেরতল গ্রামের জনৈক কোরবান আলীর পুত্র। সে প্রায় ৩ মাস থেকে চর তিলাই গ্রামের আমিনুর রহমানের বেকারীর দোকোনে কাজ করত। বেকারীর আরেক শ্রমিক নুরজ্জামান জানান,গত শুক্রবার সে মালিকের নিকট থেকে মজুরীর টাকা নিয়ে বাড়ির যাবার কথা বলে দোকান থেকে বের হয় এবং শনিবার দুপুরে তার লাশ পাওয়া যায়।