স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক অগ্নিনির্বাপণ মহড়া ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় ১ ঘন্টার তাত্বিক সেশনের পর ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকান্ডে করনীয় বিভিন্ন বিষয় সংক্রান্তে ফায়ার সার্ভিস কর্তৃক মহড়া প্রদর্শন করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের উপস্থিতিতে উক্ত মহড়ায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগন অংশগ্রহণ করেন। জেলা পুলিশের প্রতিটি ইউনিটে আধুনিক ফায়ার ফাইটিং উপকরন স্থাপন ও পরিকল্পনা সংক্রান্তে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ফায়ার সার্ভিসের সাথে আলোচনা করেন।