মনজুরুল ইসলাম কুড়িগ্রাম বাংলা নিউজ
২৭ মে ২০২২ তারিখে জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে ১৪৪৩ হিজরির সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা-২০২২ পৌর টাউন হল, কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়। ০২ (দুই) দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র,কুড়িগ্রাম পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যক্ষ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, কর্মশালার প্রশিক্ষকগণ সহ কর্মশালায় অংশগ্রহণকৃত হজ্বযাত্রীগণ। প্রশিক্ষণ কর্মশালাটি ২৮ মে ২০২২ তারিখ পর্যন্ত চলবে।