কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় ১ বছরের সাজাপ্রাপ্ত মুক্তার আলী নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারি ( বুধবার) কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তরকুমরপুর মৌজার কোরানের ভিটা গ্রামের
মৃত আঃ গফুরের ছেলে মোক্তার আলীকে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নির্দেশে এসআই আবু সাঈদ বাবলা ও এএসআই শামীম রাজ্জাক এর নেতৃত্বে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর কোরানের ভিটা গ্রামে আসামির নিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সদর থানা নিয়ে আসা হয়।
উল্লেখ্য, আসামির বিরুদ্ধে দায়রা মামলা নং ৭৮৫/১৯ এবং সাজাপ্রাপ্ত ১ বছরের রয়েছে।