কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম শহরের উপকন্ঠে গোরস্থান পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবারের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা তিনটি গরু অঙ্গার হয়।
আজ সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন মুহূর্তের মধ্যে বাড়ির দুটি ঘরে ছড়িয়ে পড়ে। সময় ঘরে থাকা ৫টি গরুর মধ্যে তিনটি গরু সম্পূর্ণরূপে পুড়ে অঙ্গার হয়। অগ্নিকান্ডের হাত থেকে উদ্ধার হওয়া দুটি গরুর আংশিক পুড়ে যায় ।
প্রতিবেশীরা জানান, দুপুর দুইটার দিকে গোরস্থান পাড়ার বাবু মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে পরিবারটির প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রদর্শিত ধারণা করছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, গোয়াল ঘরের বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।