কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জে অধ্যক্ষ মাওলানা সমশের আলীর প্রচেষ্টায় এগিয়ে চলেছে ফকিরের হাট মফিজিয়া আলিম মাদরাসা। সম্প্রতি টিন দিয়ে ঘেরা মাদরাসার সীমানা প্রাচীরের একটি অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু’র বিরুদ্ধে। মাদরাসা কর্তৃপক্ষকে না জানিয়ে ক্লাস চলাকালীন সময়ে টিনের বেড়া কেটে ফেলায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ নিয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা সমশের আলী জানান, মাদরাসার পুর্বদিকে সীমানা প্রাচীর না থাকায় স্থানীয় বখাটে যুবকরা মাদরাসা মাঠে মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতো। এছাড়াও স্থানীয়রা গাছের ডালসহ ফলমুল চুরি করতো। এ কারণে পূর্ব দিকের খোলা জায়গায় টিন দিয়ে ঘিরে সীমানা প্রাচীর তৈরি করা হয়। রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু কতিপয় লোকজনকে নিয়ে কাউকে কিছু অবগত না করে বেড়ার একটি অংশ কেটে ফেলেন। এতে মাসদারার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মাওলানা সমশের আলী অারো জানান, কিছুদিন আগেও চিলমারী মডেল থানা পুলিশ এই মাদরাসা মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *