হুমায়ুন কবির সুর্য্য কুড়িগ্রাম:
বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় বাবদ ২০জন মুক্তিযোদ্ধাকে দেড় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোছা: সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াসমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর প্রতিক আব্দুল হাই সরকার, সাংবাদিক মো: শাহাবুদ্দিন, হুমায়ুন কবির সূর্য্য, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক অনুদান কমিটি’ গুরুতর অুসস্থ্য মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে ২০জনকে বাছাই করে তাদেরকে অর্থ সহায়তা হিসেবে নগদ চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *