কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১৩ হাজার দরিদ্র পরিবারকে বাছাই করে ‘আরডিআরএস বাংলাদেশ” নতুন প্রকল্পের যাত্রা শুরু করার অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস হলরুমে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে ’ওয়ার্কিং টুগেদার ফর এম্পাওয়ারিং ওমেন এন্ড ইয়ুথ থ্রু প্রাজুয়েশন এ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ’ নামক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১৩ হাজার দরিদ্র পরিবারকে বাছাই করে প্রশিক্ষনের মাধ্যমে ওই দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি বিভিন্ন অর্থিক প্রতিষ্ঠনের সাথে যোগসুত্র স্থাপনের কাজ করবে। এসব পরিবারের যুবক-যুবতীদের যুগোপযুগী প্রশিক্ষন প্রদান করে আয় বৃদ্ধিমূলক কাজে যোগদানের ব্যবস্থা করবে।
অবহিত করন সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, প্রকল্প পরিচালক ও সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন