কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় সাম্প্রতিক বন্যার্ত মানুষসহ কুড়িগ্রামের চার লক্ষাধিক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল দিচ্ছে সরকার। ঈদের আগেই সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণের ব্যবস্থা নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাযার্লয় সুত্র জানায়,বন্যা কবলিতদের অগ্রাধিকার ভিত্তিতে দুস্থ, হতদরিদ্র ব্যক্তি ও পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।জেলার ৯ উপজেলার তিন পৌরসভা ও ৭৩ ইউনিয়নের ৪ লাখ ২৮ হাজার ৫২৫ পরিবারকে এ সহায়তার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে কয়েকদিন আগে এ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং তা ঈদের আগেই বিতরণ শেষ হবে।এ ব্যাপারে জেলা প্রশাসক রেজাউল করিম বলেন,গত ২৩জুলাই থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে এবং ঈদের আগেই তা শেষ করা হচ্ছে। তিনি আরো বলেন,বন্যা কবলিতদের ত্রাণ সহায়তা হিসেবে ১৯০ মেট্রিকটন জিআর চাল ও ১৩ লাখ টাকা বরাদ্দের মধ্যে ইতোমধ্যেই ৬ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও ভিজিএফ’র আরও ৪ হাজার ২৮৫ দশমিক ২৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকার সুবিধাভোগীসহ চার লক্ষাধিক পরিবারের মাঝে তা বিতরণ কার্যক্রম চলমান। শিশু ও গো খাদ্য বাবদ আরও ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন,্এ জেলায় বরাদ্দ বিতরণ শেষ হলে কোনও দুর্গত মানুষ সরকারের ত্রাণ সহায়তার বাইরে থাকবে না। উল্লেখ্য,তিন দফা দীর্ঘমেয়াদি বন্যায় কুড়িগ্রামের ৫৬ ইউনিয়নের সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন যাপন করছে।পরপর কয়েক দফা বন্যায় নাকাল বানভাসি মানুষগুলো খাদ্য সংকটের পাশাপাশি নানা ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় সরকারি খাদ্য সহায়তা এসব মানুষের সহায়তায় কাজে লাগবে বলে জানা যায়।