কুড়িগ্রাম প্রতিনিধি
উলিপুর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হতে আরো কয়েক মাস বাকি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন হাটবাজারে সকলের মুখে মুখে গুঞ্জন শুরু হয়েছে পৌর সভা নির্বাচন ঘিরে । ইতোমধ্যে বেশ কয়েকজন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বিএনপির প্রার্থীর তেমন তোড়জোড় না থাকলেও ক্ষমতাসীন দল আ`লীগের একাধিকপৌ ব্যক্তি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা জোর লবিং শুরু করেছেন।
তবে মাঠ পর্যায়ে গণসংযোগ, সভা সমাবেশ করে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর আ`লীগের সদস্য আলহাজ্ব মামুন সরকার মিঠু। তিনি উলিপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আলহাজ্ব মামুন সরকার মিঠু বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার সর্বত্র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতেছি ।
তিনি বলেন, পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধাপে ধাপে মান উন্নয়ন হয়েছে। মানুষকে কর দিতে হচ্ছে অথচ নাগরিক সেবার মান উন্নত হয়নি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, ড্রেনেজ ব্যবস্থাসহ নানা অব্যবস্থাপনার কারণে এ পৌরসভার নাগরিকদের মাঝে রয়েছে চরম অসন্তোষ। পৌর শহরকে মাদক-সন্ত্রাস মুক্ত করার জন্য আমার আলদা পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমাকে আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন দিলে আমি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পৌরসভাটি উপহার দিতে পারব ইনশাআল্লাহ। আর যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেয়,আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার পক্ষে কাজ করব।