কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম ॥
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক জনসচেতনতা গড়ে তোলা সহ ফ্রিতে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে একটি সেচ্ছাসেবী সংগঠন। সোশ্যাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজনে হলোখানা ইউনিয়নে ব্যাপক প্রচার মূলক কাজ চলছে। এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখুন। সাবান পানি দিয়ে বারবার হাত ধুয়ে নিন। খাবার গ্রহণের আগে ভালো করে হাত ধুয়ে নিন। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। জনসমাগম এড়িয়ে চলুন। হাত না ধুয়ে চোখ মুখ ও নাক স্পর্শ করবেন না। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখুন। পর্যাপ্ত পানি ও তরল খাবার খান। হাঁচি কাশি সর্দি ও জ্বরে আক্রান্তদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাইরে থেকে বাসায় ফেরার পর সাবান দিয়ে দুই হাত ভালো করে ধুয়ে ফেলুন। সব সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। জনবহুল স্থানে বা গণপরিবহনের চলাচল এর আগে মুখে মাস্ক পরিধান করুন। হ্যান্ডশেক বা কোলাকুলি থেকে বিরত থাকুন। অসুস্থ্য পশুপাখির সংস্পর্শে আসবেন না। যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করবেন না। এসকল জনসচেতনতা মূলক উপদেশ লেখা সম্বলিত প্রচারপত্র বিলি করছে সোশ্যাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংস্থা। হলোখানা ইউনিয়ন এর বিভিন্ন পয়েন্টে সোশ্যাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। বিভিন্ন মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফ্রি তে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করায় সাধারণ মানুষজন অত্যন্ত খুশি। এব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থার কমিটির সভাপতি সাবেক মেম্বার বানু জানায় , সোশ্যাল ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। জীবাণুনাশক স্প্রে থেকে শুরু করে ফ্রিতে সাবান পানি দিয়ে হাত ও মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে আরও ভালো কাজ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *