কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জন করোনা পজিটিভ হয়েছে। সীমান্ত লাগোয়া জেলা হওয়ার কারণে করোনা আক্রান্তের হার বাড়ছে বলে স্থানীয়দের অনেকেই আশঙ্কা করছেন। পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে গেলেও জেলার অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত ১ হাজার ৪ শত ১২জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। ভাইরাস সনাক্ত বিবেচনায় সংক্রামনের হার ৪২.৫২ ভাগ।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জনসাধারণের মাঝে স্বাস্থ সচেতনতা না থাকায় করোনা সংক্রমনের হার ক্রমেই বাড়ছে।
জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম পৌরসভার ৩টি ওয়ার্ডে আগেই নাগরিক চলাচলের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে । সংক্রমন বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী শনিবার বিকেল থেকে সমগ্র পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপের চিন্তা ভাবনা চলছে।