এশিয়ান বাংলা নিউজঃ
২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কুড়িগ্রাম জেলার ০৪ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়।
রবিবার (২৪ এপ্রিল ২০২২খ্রিঃ) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় কর্তৃক বরাদ্দকৃত ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কুড়িগ্রাম জেলার ০৪ পুলিশ পরিবারবর্গের মধ্যে ০২ পরিবারের নিকট ঈদের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এবং অন্য ০২ পরিবারের ঈদের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের মাধ্যমে প্রদান করা হয়।