মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী অনুপ কুমার দত্ত ওরফে মিলন (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) মধ্য রাতে শহরের ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বৃহস্পতিবার মধ্য রাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকা থেকে পলাতক আসামি অনুপ কুমার দত্ত ওরফে মিলনকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার বরুণ কুমার দত্তের ছেলে।
আসামিকে শুক্রবার বিকেলে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে মাদক কেনাবেচা ও সন্ত্রাসের অভিযোগে ৫টি মামলা রয়েছে।