কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলা কোপা এলাকায় দিনে-দুপুরে একটি বড়াই গাছে নুরনবী (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরনবী শহরের মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে।
শনিবার (১৭ জুলাই) বিকেলে টাপু ভেলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত নুরনবী গত ২-৩ বছর ধরে মানষিক রোগে ভুগছিলেন। তবে আজ নিহতের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে টাপু ভেলা কোপা এলাকার একটি বড়াই গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জমসেদ আলী টুনকু জানান, নিহত ওই ব্যক্তি কিছুদিন ধরে মানষিক রোগে ভুগছিলেন। ধারনা করা হচ্ছে তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বড়োই গাছ থেকে নিহত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।