কুড়িগ্রাম প্রতিনিধি,
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার দাবিতে কুড়িগ্রামে মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল শেষে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ,যুগ্ম সম্পাদক শাওন,যুগ্ম সম্পাদক শিথিল,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ জেলা উপজেলা ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ ।
এ সময় নেতৃবৃন্দ বলেন,বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায় এ জন্য চিকিৎসার জন্য বিদেশে যেতে বাঁধা দিচ্ছে।দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন।