কচাকাটা প্রতিনিধি:
কচাকাটা থানা পুলিশ কর্তৃক ২৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের গঙ্গাধর নদীর চরে জুয়া খেলারত অবস্হায় নাগেশ্বরী থানার কাটগিরি এলাকার নাসেম আলী (৩২), সমের আলি (২৫), কালিকাপুর এলাকার মোঃ মমিন (৪৫), হোসেন আলী (৫০), সাইদুর রহমান (৩৮), ধনিরভিটা এলাকার সাইফুর (৫২),কচাকাটা থানার কৃষ্ণপুর এলাকার শফিকুল (৩৮), জাহিদুল (৪০) ও কুমদপুর এলাকার হাসেম আলী (৫২) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা বলেন গ্রেফতারকৃতদের আজ বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কচাকাটা থানায় নিয়মিত মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।