নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জেন্ডার ভিত্তিক সহিংসতা কমিয়ে আনতে অর্ধ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম টেরেডেস হোমস ফাউন্ডেশন কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রাক্তন সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ।
বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যান সমিতির আয়োজনে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় বিভিন্ন সেক্টরের ফ্রন্ট লাইন ওয়ার্কারদের সাথে জেন্ডার বেজ ভায়োলেন্স গাইডলাইন প্রিন্সিপালস, রেফারেল পাথওয়ে বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।