কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দোয়া মাহফিল আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এরপর জেলা নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সহ-সভাপতি চাষি এম.এ করিম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পিপি আব্রাহাম লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জেল হত্যা নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচনের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দন্ড দ্রুত কার্যকরের জোর দাবি জানান।