হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে লেডিস ক্লাবের উদ্যোগে তৃতীয় লিঙ্গের ৫০জন সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের চেয়ারম্যান মোছা: সুলতানা পারভীন।
এসময় তাদেরকে ১০ কেজি চাল, ১ কেজি করে মসুরীর ডাল, আয়োডিনযুক্ত লবন, চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল ও ৫শ’ গ্রাম নুডুলস বিতরণ করা হয়। এসময় লেডিস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নি জিন্নাতুন নেসা মুক্তা, শামিমা আখতার জেমিন, রোকসানা গেম লিপি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।