স্টাফ রিপোর্টার
আজ রোববার কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দুদকের মহা পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মোঃ রেজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দুদক কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আরকে রোডস্থ দুদকের জেলা সমন্বিত কার্যালয়টি নতুনভাবে সজ্জিত করা হয়।
উদ্বোধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের মহা পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মোঃ রেজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন- দুদকের পরিচালক সফিকুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক, কুড়িগ্রাম জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছামছুল আলম প্রমুখ। সভায় কুড়িগ্রামের সকল সরকারী অফিসের প্রধানগন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
.