কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
‘করোনাকালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নারী নেতৃত্ব নিয়ে ডকুমেন্টরী প্রদর্শন, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শন ও খেলাধূলার আয়োজন করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার প্রমুখ।
অপরদিকে পুলিশ বিভাগের আয়োজনে পুলিশ লাইন্সে নারী পুলিশদের নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা’র উদ্যোগে শহরে নারী নির্যাতন বিরোধী প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়।