মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একিভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রামে নানা আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
২ এপ্রিল রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর এর বাস্তবায়নে কুড়িগ্রামে নানা আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইট সের্ভাসের সহযোগিতায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের র্যালি, আলোচনাসভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন ডাঃ আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান, ফ্রেন্ডশীপ এর প্রোজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান প্রমূূখ।