মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বপ্নকুঁড়ি হলরুমে নানা আয়োজনে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আহমেদ নাজমীন সুলতানা, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবসের সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জেবুন নেছা।