কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান প্রকল্পের উদ্বোধনী কর্মশালা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউমএস,এস) নীলফামারী,নিউজ নেটওয়ার্ক,ঢাকা এবং ইউরোপীয় ইউনিয়ন তিন বছর মেয়াদী প্রকল্পটি কুড়িগ্রাম সহ ৮ টি জেলায় কার্যক্রম পরিচালনা করবে। নারী ও মেয়ে পাচার,অবৈধ অভিবাসন,অস্ত্র ও মাদক চোরাচালান এবং জোরপুর্বক পতিতা বৃত্তির জন্য ঝুকিপূর্ণ এলাকাগুলোতে প্রকল্প ভিত্তিক কার্যক্রম ছাড়াও ফেলোশীপ প্রদান,৮০ জন সহ-সম্পাদকসহ ৪৮০ জন গণমাধ্যম কর্মীকে আন্তর্জাতিক আইনের মানদন্ড ও সুরক্ষামুলক ব্যবস্থা বিষয়ে দক্ষ করে তোলা হবে।
জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টুর সভাপতিত্বে প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম,জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,নিউজ নেটওয়ার্কের নির্বাহী প্রধান মোঃ শহীদুজ্জামান,ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।