কুড়িগ্রাম প্রতিনিধি
কোভিড-১৯ বিস্তার রোধে বিনামূল্যে টিকা দান কর্মসূচির আওতায় আপাতত ভ্যাক্সিন স্বল্পতার কারণে টিকা নিতে পারছেন না কুড়িগ্রামের ৯ উপজেলার বাসিন্দারা।
সিনোফার্ম টিকাসহ অন্যসব টিকার জোগান না থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে কুড়িগ্রামে টিকাদান কর্মসূচি আপাতত বন্ধ রয়েছে।
বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন টিকা কেন্দ্রে নিয়োজিত দায়িত্ব পালন করা যুব রেড ক্রিসেন্টের টিম লিডার মাহফুজুল হক মিলন। তবে ভারতের এস্ট্রোজেনেকা টিকা যারা ১ম ডোজ নিয়েছেন তারা ২য় ডোজ নিতে পারবেন বলেও জানান এই যুব সদস্য।
তিনি বলেন, আপাতত কুড়িগ্রামে সিনোফার্মের টিকার ১ম ডোজ এবং ২য় ডোজের জন্য যারা খুদে বার্তা পাবেন এবং যারা নতুন করে নিবন্ধন করছেন তারা টিকা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ডোজ নেয়ার জন্য ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বার্তা বাজারকে বলেন, “সিনোফার্মের টিকা না আসা পর্যন্ত অনির্দিস্টকালের জন্য আপাতত সব কটি টিকা কেন্দ্রে টিকা দেয়া বন্ধ থাকবে। টিকা আসলে পুনরায় সবাই টিকা নিতে পারবেন । আর ভারতের এস্ট্রোজেনেকা যারা ২য় ডোজ পাবেন তারা কেন্দ্রে গিয়ে ২য় ডোজ গ্রহন করতে পারবে।”
এদিকে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনায় সংগ্রহ করা হয়, এদের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ। এ নিয়ে জেলা মোট করোনা সনাক্ত হলো ৪ হাজার ৪৮২জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২ জন, এ নিয়ে মোট সুস্থ ৪ হাজার ৯২ জন।