কুড়িগ্রাম প্রতিনিধি:
পিলকানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকরিতে পূণর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।
আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যুর প্রহর গুণছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূণর্বহালের দাবি জানানো হয়।
বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের মধ্যে অনেকে নিরপরাধ হওয়া সত্বেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূণর্বহাল করা হোক।
মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য সিরাজুল ইসলাম , শফিকুল ইসলাম ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *