কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর থানা পুলিশ ২৩ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান(২৩)কে গ্রেফতার করে রবিবার(২৬ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নির্দেশনায় সদর থানার সেকেন্ড অফিসার এস আই প্রলয় বর্মার নের্তৃত্বে এএসআই আরিফ-১, এএসআই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী গ্রামের রমজান আলীর পুত্র মোঃ মিজানুর রহমান(২৩)কে সদরের কুড়িগ্রাম-রাজারহাট রোডের টগরাইহাট এলাকা থেকে ২৬ ডিসেম্বর (রবিবার) ভোর ৫টার দিকে ২৩ কেজি পিতা রমজান আলী গ্রাম শঠিবাড়ী, হাসনাবাদ থানা গাজাসহ গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *