কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামে স্বরনকালের শীতের তীব্রতার ফলে জেলার ৯টি উপজেলায় সরকারী ভাবে ৫৭ হাজার কম্বল বিতরন করা হয়েছে। সরেজমিন নাগেশ্বরী উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে অল্প সংখ্যক প্রেকৃত দুস্থরা সেই কম্বল পেয়েছে। আর বাকী সিংহভাগ কম্বল পেয়েছে জনপ্রতিনিধিদের আতিœয় স্বজন ও কর্মীরা। নারায়নপুর,কেদার কচাকাটা, বল্লভেরখাস,বামনডাঙ্গা ও রায়গঞ্জ ইউনিয়ন থেকে এই অভিযোগ বেশি শোনা যাচ্ছে। অপরদিকে জেলায় আবারোও শীতের তীর্বতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় বিকেল হওয়ার সাথে সাথেই কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়ছে মানুষজন। দিনে বেশির ভাগ সময় সুর্যের দেখা না মেলায় এ সময়টাতে ঘন-কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ।
ফলে গরম কাপড়ের চরম দুর্ভোগে পড়েছে নি¤œ আয়ের হতদরিদ্র মানুষে । শ্রমজীবি মানুষেরা কাজে যেতে না পাড়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ।
তাপমাত্রা নি¤œগামী থাকায় শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, ডায়রিরা, স্ট্রকসহ বিভিন্ন রোগে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
খর-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন ছিন্নমুল মানুষের। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু পাখিদেরও।
জেলা প্রশাসন থেকে সরকারীভাবে বরাদ্দকৃত হলেও তা বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের জন্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন