আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।

কুড়িগ্রামে অভিনব কায়দায় বিভিন্ন দোকান থেকে মালামাল হাতিয়ে নেওয়া প্রতারব চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার(২০ আগষ্ট) চক্রের মূল হোতা সাইফুল এবং অপর এক সদস্য শামীমকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার। প্রতারক চক্রের মূল হোতা সাইফুল ইসলাম(৩৩) কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর (বকশি পারা) এলাকার মৃত নুরুদ্দিনের পুত্র। অপর এক সদস্য আমীর হামজা(৪৫) উলিপুর উপজেলার গোরাই মিয়াপাড়ার ওমর আলীর পুত্র।

পুলিশ জানায়, প্রতারক চক্রের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে মালামাল ক্রয় করে এবং মালামাল গুলি শহরের যে কোন এক জায়গায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে যেতে বলে। এভাবে যে কোনো ভাবে মালামাল গুলি তার হাতে নিয়ে ‘টাকা দিচ্ছি একটু অপেক্ষা করো’ বলে বেখেয়ালি করে ও সুযোগ মতো বিভিন্ন কৌশল করে সেখান থেকে মালামাল নিয়ে সটকে পড়ে। একই কায়দায় কুড়িগ্রাম শহর এর বেশ কয়েকটি দোকান ,উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরী, শঠিবাড়ী সহ বিভিন্ন জায়গায় একই কায়দায় প্রতারণা করে আসছিলো। গ্রফতারের পর সাইফুল এই অপরাধ স্বীকার করে বলে জানায় পুলিশ। এছাড়াও আসামীর স্বীকারোক্তি অনুযায়ী প্রায় ৬০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

ওসি খান মো. শাহরিয়ার জানান, বেশ কিছুদিন ধরে একই ভাবে একটি চক্র ব্যবসায়ীদের প্রতারণা করে আসছে।পুলিশের নজরে এলে প্রতারককে গ্রেফতার এর জন্য কুড়িগ্রাম সদর থানা পুলিশ কাজ শুরু করে। চক্রের মূল হোতা সাইফুল কে সহ দুজনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *