মমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ২০২২-২৩ অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি স্থানীয় এনজিও সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল। সভায় জেলা মহিলা পরিষদের সভাপতি বেগম রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা একাত্তুরের ঘাতক দালাল নিমুর্ল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা আসন্ন বাজেটে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সমঅধিকারত্ব নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্বকারীদের সোচ্চার হওয়ার হওয়ার আহবান জানানো হয়।