হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রাম থেকে ঢাকা গামী নাইট কোচ হিমেল পরিবহন লালমনিরহাট জেলার বড়বাড়ি নামক স্থানে একটি থ্রি-হুইলারের সাথে মুখোমুখী সংঘর্ষে ৫ যাত্রীসহ ২০জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং তিনজন লালমনিরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গুরুতর আহত একজন রোগীকে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ-খবর নিতে আসেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম ও সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম সদর হাসপাতালে অজ্ঞাত ১৩জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মারা গেছে। লালমনিরহাটে আরো ৩জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন। #