তৈয়বুর রহমান,কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার পানাতিপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী রমিচা (৩৬) পিতা সাত্তার আলী। সে স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী। বুধবার(৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বাসার বিদ্যুৎ এর মিটারে রাতে ব্যাটারী চালিত অটো রিকসা চার্জ দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটো রিকসা নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তারে সংযোগে ছিল। পরে রমিচা বেগম ঐ তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকটাকে মৃত ঘোষণা করে ঘোষনা করে।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দু:খজনক।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার বলেন তবে বিদ্যুত স্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি এখনো কেউ থানায় জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে।