কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রোববার(১৭ নভেম্বর) কুড়িগ্রাম সদর থানা পুলিশের অভিযানে ২৩.২৫ লিটার বাংলা মদসহ বিপাশা দাস (৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ।পরে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়েছে সদর থানা পুলিশ।
অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে সিংরাঁ পাড় গ্রামে ১০বোতল ফেন্সিডিলসহ আজিজুল ইসলামে স্ত্রী মোছাঃ জায়দা বেগম(৩৫)কে আটক করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবীর জানান,আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হবে।