স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় জেলার সকল থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর থানার কাঠালবাড়ি শিবরাম সর্দার পাড়া থেকে ১১০ পিস ইয়াবা টেবলেটসহ দুলু মিয়া (৪৬),রৌমারী থানা পুলিশ ২৫০ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ সুলতান মিয়া(২৭),আবুল কাসেম(২৮),নান্নু মিয়া(৩২),সকিন আহমদ (৩৮),ফুলবাড়ী থানা পুলিশ কাশিপুর থেকে পলাতক আসামী আনারুল ইসলামের মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৩কেজি গাঁজা ও মোটরসাইকেল এবং রাজিবপুর থানা পুলিশ ২৫০ গ্রাম গাঁজাসহ রুবেল মিয়া (২২) নামে মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠান হয়েছে। ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলী জানান,কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক প্রতিদিন মাদক বিরোধী অভিযান চলছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন