কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে
রৌমারী থানা পুলিশ ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ০৪ঃ০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী ভুন্দুর চর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবলু মিয়া (৩৮) এর বসত বাড়ী থেকে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে অপরদিকে
ফুলবাড়ী থানা পুলিশ একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার তালুক শিমুলবাড়ী গ্রামের জনৈক মোঃ শামসুল এর বাঁশঝাড় হতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি ফুলবাড়ীর শিমুলবাড়ী এলাকার মোঃ তাজুল ইসলাম কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।