হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে একমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩৫জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী, কাজীলাল, আব্দুল বাতেন. জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, আজিম মাস্টার প্রমুখ।
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দু:স্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও নিজস্ব চেষ্টায় এগিয়ে যাওয়ার লক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।