কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম শুভ জন্মদিন ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ্য ঐক্য পরিষদের(কুড়িগ্রাম জেলা শাখা) সহযোগীতায় দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা,ধর্মীয় গান পরিবেশন এবং পুজা আর্চনা।
সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষীন করে। শোভাযাত্রায় অংশ নেয় কুড়িগ্রাম জেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনগুলো। এদের মধ্য রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইস্কন),কুড়িগ্রাম মহিলা গীতা সংঘ,নব বারোয়ারী পুজা কমিটি,রাধামাধব ফাউন্ডেশন,সার্বজনীন হিন্দু কল্যাণ সংঘ,সনাতন বিদ্যার্থী সংসদ,পার্থ সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন,বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ(কুড়িগ্রাম জেলা শাখা) সহ আরো কিছু সংগঠন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দুপুর ১২ টায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরা হলেন,ছানালাল বকসী,জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট সুদিপ্ত সিংহ রায় ও বিকাশ চাকমা,মেঘলা চৌধুরী,বাবু ফণিন্দ্র মোহন সাহা,সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা অনুষ্টানে বক্তারা হিন্দু ধর্মের আবির্ভাব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে হিন্দু ধর্মকে টিকিয়ে রাখা যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ধর্মীয় গান পরিবশন করা হয় এবং অনুষ্ঠানে আসা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।এছাড়াও, রাতে পুজা আর্চনার আয়োজন করা হবে বলে জানায় আয়োজক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন