হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
আগামি ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুড়িগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: জাকির উল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা: লোকমান হাকিম প্রমুখ।
কুড়িগ্রামে এবার ৯টি উপজেলায় ১ হাজার ৮৭২টি কেন্দ্রে ৬-১১মাস বয়সী ২ লাখ ৯১ হাজার ৭৮৩জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৩৪ হাজার ৮৪০জন শিশুকে নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। #