কুড়িগ্রাম প্রতিনিধি,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। ভোর ৫টা ৫৭ মিনিটে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিন¤্র শ্রদ্ধায় একে একে পুস্পার্ঘ্য করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে কুড়িগ্রাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত। বিকেলে প্রীতি ফুটবল, হাডুডুসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অপরদিকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলাতেও অনুষ্ঠিত হয় একই ধরণের অনুষ্ঠান।
এ ছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ২০জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়।