কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের কুখ্যাত মাদক সম্রাট ও ১৪ টি মামলার আসামী সামিউল ইসলাম সামুকে মাদকসহ সোমবার বিকাল সোয়া তিনটার সময় কুড়িগ্রাম সদর থানা এসআই আহসান সৌরভ,এসআই কাইয়ুমের নেতৃত্বে টহল পুলিশ পৌরসভার মরাকাটা এলাকা গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত সামিউল সদর থানার একতা পাড়া (মুন্সীপাড়া)র মৃত তমসের আলীর পুত্র। সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান আটক সামুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক জেলহাজতে পাঠানো হয়েছে।