নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গলায় ওড়না পেচিয়ে রাশেদা বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (৭ নভেম্বর) বিকেলে দলদলিয়া ইউনিয়নের কর্পূরা ওয়াপবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা ওয়াপবাঁধ এলাকার ভাঙারি ব্যবসায়ী উমর আলীর স্ত্রী। এতথ্য নিশ্চিত করেন দলদলিয়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ সরকার।
ইউপি সদস্য জানান, কয়েক দিন আগে নিহতের শ্বশুর রহিম বকস তার উত্তোলন করা বয়স্ক ভাতার টাকা বাড়ী থেকে হারিয়েছে বলে অভিযোগ তুলে গৃহবধূ রাশেদা বেগমের সাথে ঝগড়া শুরু করে। সে ঝগড়া কয়েক দিন থেকে চলে আসছিল। আজ (৭ নভেম্বর) নিহত রাশেদার স্বামী উমর আলী ভাঙারি ব্যবসার কাজে বাড়ির বাইরে যান। বিকেলে উমর আলীর মেয়ে রুপালী বেগম বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিল। আঙ্গিনা ঝাড়ু দেয়া শেষ হলে এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখেন মা রাশেদা বেগমকে।
এব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।