কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে নাগেশ্বরী থানা পুলিশ ব্যাটারী চালিত অটোবাইকে পরিবহনের সময় ধনীর পাড় নামক স্থানে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ ইব্রাহিম খলিল(৩৬) কে ৪ কেজি ২০০ গ্রাম গাজা ও বহনকৃত অটোবাইক এবং রাজিবপুর থানা পুলিশ স্লুুইজ গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা কালে ৯৫পিস ইয়াবা সহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নবীনাবাদ গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মোঃ সুজন মিয়া (২৮) কে আটক করে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান,কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে নাগেশ্বরী থানায় মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।