কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু হয়েছে। মৃত কপিল উদ্দিন (১০) উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শীতের কারনে কপিল উদ্দিন বাড়ীর উঠোনে আগুন পোহাচ্ছিল। এ সময় তার পরনের লুঙ্গিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে তার কোমড় থেকে নিচ পর্যন্ত সম্পুর্ন পুড়ে যায়।
পুর্ব বালারহাট গ্রামসহ নারায়নপুর ইউনিয়নটি ব্রহ্মপুত্র, দুধকুমার নদ ও গঙ্গাধর নদী বেষ্ঠিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। এ কারনে রাতে তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। রবিবার সকাল সাড়ে ১১টায় নদী পার হয়ে শিশুটিকে নাগেশ্বরী উপজেলা সদরে নিয়ে আসার পথে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে তার মৃত্যু হয়।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন বিষয়টি দু:খজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন