মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
“একটি বল একটি গ্রাম ফুটবলের নগরী কুড়িগ্রাম। ফুটবলের জমিদার বাড়ি জারা ক্রীড়া নগরী।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় ফুটবলার তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সারাদেশের বিভিন্ন বয়সের ফুটবলাররা কুড়িগ্রাম এসে থাকা খাওয়া ফ্রিতে জারা ক্রীড়া নগরীতে আশ্রয় নিয়ে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বয়সের ফুটবলাররা দেশের বিভিন্ন ইভেন্ট সহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের সন্তান ক্ষুদে ফুটবলার লিয়ন প্রধান প্রথম দিকে পীরগঞ্জ ফুটবল একাডেমিতে ফুটবল কোর্স মাহমুদুল হাসান সোহেল এর নেতৃত্বে প্রশিক্ষণ নিলেও পরবর্তীতে কুড়িগ্রামে এসে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর নেতৃত্বে কেএফসি উত্তরবঙ্গ টিমে যোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরর্বীতে ঢাকায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্রাজিলে উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য ১১জনের মধ্যে ক্ষুদে ফুটবলার লিয়ন প্রধান সুযোগ লাভ করে। এ সাফল্য অর্জন করায় লিয়ন প্রধান তার সাফল্যের জন্য আধুনিক ফুটবলের নগরী কুড়িগ্রামকে অভিনন্দন জানিয়েছে।