নুরনবী সরকার, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে অারমান হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ির পার্শবর্তী ডোবায় পরে তার মৃত্যু হয়।
নিহত আরমান ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকার দিগলহাইলা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
বড়ভিটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, বাড়ীর পাশে থাকা দিগলহাইলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলা করার সময় স্কুলের পাশে থাকা একটি ডোবার পানিতে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের লোকজন বাড়ীর আশেপাশে অনেক খোঁজাখুজি করে। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে স্কুলের পাশের ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ খয়বর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।