ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধরলা নদী কবলিত গোরকমন্ডল গ্রামে বয়স্ক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাই মিয়া – হিরামন নেছা শিশু কানন টিউটোরিয়াল স্কুল চত্বরে এসব বিতরণ করা হয়। নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হানিফ সরকারের উদ্যোগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ করেন হোসেন আলী-হাসনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
কম্বল বিতরণকালে নাওডাঙ্গ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা মানিক মিয়া বাবু, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শ্যামল চন্দ্র, সমাজকর্মী পরিমল, ওই স্কুলের শিক্ষক ফাতেমা খাতুন, আশরাফুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে গোরকমন্ডল গ্রামের বৃদ্ধ ফরিদ আলী বলেন, বাড়িত এক খান কাঁথা আছে বাহে। সেটা গায় দিয়া দুই মাইনষে থাকি। ‘যে জার পড়ছে, শ্যাষ রাইতোত কাঁপনি উঠি যায়। কম্বলটা পায়া খুব উপকার হইল।’