স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি)এর অন্তর্গত যাত্রাপুর বিওপির ৮ সদস্য বিশিষ্ট টহলরত বিজিবি জওয়ান কর্তৃক ১৫ জানুয়ারি রাত আনুমানিক ৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪১ হতে ৫০০ গজ অভ্যন্তরে পোড়াবাড়ি নামক স্থানে ভারত হতে বস্তায় ভরে মাদক নিয়ে আসার সময় আটকের উদ্দেশ্য ধাওয়া করলে মাদক ব্যবসায়ী দৌড়ে বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ০৬টি চটের বস্তা থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন কোম্পানীর ৪৩৬ বোতল ভারতীয় মদ আটক করে যার সিজার মূল্য ৬ লক্ষ ৫৪ হাজার টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদুর রহমান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,সাম্প্রতিক সময় সীমান্তে বিজিবির টহল জোরদারসহ নিয়মিত মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।