রাজারহাট সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাটে ৫ জুয়াড়িকে আটকের ঘটনায় তাদের আত্মীয়-স্বজনদের সাথে সংঘর্ষে ৩ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে উপজেলার দিনোবাজার এলাকায়। এ ব্যাপারে রাজারহাট থানা পুলিশ বাদি হয়ে পুলিশী কাজে বাঁধা ও জুয়া আইনে দুটি মামলা দায়ের করেছে।
জানা যায়, ওই বাজারের এক গোডাউনে দীর্ঘদিন ধরে জুয়াড়িরা জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে নয়ন আলী (৩৫), আঃ কাদের (৩০), গুরুদাস (৪৫), লালমিয়া (৩৪) ও নিরঞ্জন রায় (৩৩) নামে ৫ জুয়াড়ীকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ আটক করে। খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন পুলিশের কাছ থেকে জুয়াড়িদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রাজারহাট থানার এএসআই মোস্তাকিমুল (২৮), এএসআই হোসাইন মিয়া (২৬) ও এএসআই লোকমান হাকিম (২৮) রেললাইনের পাথরের আঘাতে রক্তাক্ত আহত হন। অপরদিকে এলাকাবাসীর মধ্যে বাবলু (৩৮), নারায়ণ (২৫), মাজেদুল (৩৮)সহ ১৫/১৬জন আহত হয়। আহতদের রাজারহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উদ্ভুদ পরিস্থিতি সামলাতে রাজারহাট থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে রাজারহাট থানায় পুলিশের কাজে বাঁধা ও জুয়া আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের তৎপরতা চলছে।