কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সৈয়দ শামছুল হক মিলনায়তনে ফুলেরতোড়া ও ক্রেস্ট প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রেসক্লাব সভাপতি অ্যাড:আহসান হাবীব নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায়
অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন আবেগে আপ্লূত হয়ে বলেন, পূণ্যভূমি কুড়িগ্রামের লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যাচ্ছি নুতন কর্মস্থলে।
আমার প্রথম কর্মস্থল কুড়িগ্রাম এবং আমার সন্তানের জন্মভূমি এই কুড়িগ্রাম। কুড়িগ্রামের সহজ সরল মানুষের নিখাঁদ ভালোবাসা আমি সযত্নে বহন করব আজীবন। কুড়িগ্রামে কাজ করার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে জনপ্রশাসন ছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা অনেকে হয়েছেন বরেণ্য। কাজের ক্ষেত্র হিসেবে কুড়িগ্রাম কে পূণ্যভূমি মনে করি। তিনি আরও বলেন,প্রশাসনের সকল সেক্টরের কর্মকর্তাদের ছয় মাসের জন্য হলেও কুড়িগ্রামে কাজ করা উচিত। বলতে পারেন এটা ইন্টার্নশিপ। এটা কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হবে।কুড়িগ্রামের মাটি ও মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন ১৬টি নদ নদী বেষ্টিত চর গ্রামের মানুষের আতিথিয়তা ও সরকারের উন্নয়নমূলক কাজের সহযোগিতার মানসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। এবং ভবিষ্যতে মানুষের জন্য কাজ করার এই অনুপ্রেরণার শিক্ষায় বিকশিত হয়ে আগামীতে এগিয়ে যাব ইনশাল্লাহ।কুড়িগ্রামের মানুষের এই নিখাঁদ ভালোবাসায় নিবেদিত হয়ে আজীবন লালিত হবে আমার হৃদয়ে।
এসময় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করে আলোচনায় অংশগ্রহণ করেন,প্রথম আলোর সাংবাদিক শফি খান,কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এস.এম. ছানালাল বকসি, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক অলোক সরকার, সহসভাপতি রেজাউল করিম রেজা, এবি সিদ্দিক, জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু মুস্তাফিজ, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, জিটিভির জেলা প্রতিনিধি জাহিদ হোসেন,আরটিভি ও বাংলাদেশ প্রতিদিনের য়
উল্লেখ্য, তিনি কুড়িগ্রামে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলাপ্রশাসক হয়ে আগামী
সপ্তাহে বগুড়া জেলায় কাজে যোগদান করবেন।